রাণীনগর-আত্রাইয়ে আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতাসহ ৬ জন গ্রেফতার

কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ?প্রতিনিধি
Feb 22, 2025 - 18:02
Feb 22, 2025 - 18:03
 0  3
রাণীনগর-আত্রাইয়ে আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতাসহ ৬ জন গ্রেফতার

নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক ভাবে অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করেছে। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী আরো চার জনকে গ্রেফতার করেছে রাণীনগর থানাপুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন জানান,অপারেশন ডেভিল হান্টের আওতায় শুক্রবার রাতে উপজেলার রাতোয়াল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মৃত তাহের আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৭) কে গ্রেফতার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আব্দুর রাজ্জাক ওই মামলার তদন্তপ্রাপ্ত আসামী। এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের জমির আলীর ছেলে সেকেন্দার মাঝি,একই গ্রামের আফজাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম,বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হারুনুর রশিদ হিরু,আমগ্রামের ছোলাইমান আলীর ছেলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,শুক্রবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের জনাব আলীর ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশা উইনিয়নের সাবেক দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মাহাবুব ইসলাম মিলন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মিলন আত্রাই থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত আসামী। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow