রাত পোহালেই ৬ষ্ঠ উপজেলা নির্বাচন,কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
May 20, 2024 - 18:57
 0  19
রাত পোহালেই ৬ষ্ঠ উপজেলা নির্বাচন,কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

রাত পোহালে মঙ্গলবার রংপুরের মিঠাপুকুর উপজেলার দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। সোমবার(২০মে) দুপুর ১২টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট নির্বাচনী সরঞ্জামাদি হাতে বুঝিয়ে দেয়া হয়। এবং প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনী সরঞ্জামাদি ও আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ে কেন্দ্রে পৌঁছে গেছে।

সোমবার (২০ মে) দুপুর ১২ থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনী সরঞ্জাম নির্ধারিত প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয়।

মিঠাপুকুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিকাশ চন্দ্র বর্মণ জানিয়েছেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে এই উপজেলায় মোট ১৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এর মধ‍্যেই এ উপজেলায় ৭০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ। এ সকল গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস‍্য চারজন ও ১৪ জন আনসার সদস‍্য থাকবেন। তাছাড়া মিঠাপুকুর উপজেলায় ১৯জন ম‍্যাজিস্ট্রেট,৩৪টি মোবাইল টিম,৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা থাকবে। 

৬ষ্ট মিঠাপুকুর  উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে, উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি ও মিঠাপুকুর মহাবিদ্যালয় সাবেক ভিপি, কামরুজ্জামান কামরু। মোটর সাইকেল প্রতিক নিয়ে মিঠাপুকুর উপজেলা সাবেক সভাপতি ও রংপুর জেলা, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, মোতাহার হোসেন মন্ডল মাওলা, সাবেক এমপি শাহ্ আলম ফকির এর  পুএ, আনারস প্রতীক নিয়ে ইন্জিনিয়ার শা্হ সাদমান ইশরাক হোসেন।
ভাইস চেয়ারম্যান হিসাবে, প্রতিদ্বন্দ্বীতা করবেন, দুজনেই সাবেক ভাইস চেয়ারম্যান, আঃহালিম মন্ডল (উরোজাহাজ প্রতীক)  নিয়ে ও বাবু নিরঙ্জন মহন্ত (তালা প্রতীক) নিয়ে। মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করবেন, শামীমা আক্তার জেসমিন ( কলস মার্কা) অপর দিকে প্রতিদ্বন্দ্বীতা করবেন, প্রজাপতি প্রতীক নিয়ে দেলোয়ারা আফরজ।  

উপজেলায় মোঠ পুরুষ ভোটার সংখ্যা  ২২২১৪৭জন,মহিলা ভোটার ২২৪২৪৫জন, তৃতীয় লীঙ্গের ভোটার ০৪জন।সর্বমোট ভোটার সংখ‍্যা ৪৪৬৩৯৬জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow