রানীনগরে রক্তদহ বিলে নৌকাডুবে নিহত-২

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Aug 11, 2024 - 17:49
 0  8
রানীনগরে রক্তদহ বিলে নৌকাডুবে নিহত-২

নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)। এ ঘটনায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫) আহত হয়েছে।

তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিম মণ্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়-স্বজন বেড়াতে আসেন।

এরপর রোববার সকালে বিভিন্ন বয়সী ১৩ জন ছোট দুটি ঠেলা নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যান। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বিলে তাদের দুটি নৌকাই ডুবে যায় এবং নৌকায় থাকা সবাই বিলে পানিতে পড়ে যান।

এসময় কয়েকজন সাঁতার কেটে পাড়ে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা অন্যদের উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান বলেন, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন মারা গেছে। আর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow