রাবিতে ভর্তি ফরম বিক্রি করে আয় প্রায় ৩১ কোটি টাকা

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Apr 11, 2025 - 12:08
 0  3
রাবিতে ভর্তি ফরম বিক্রি করে আয় প্রায় ৩১ কোটি টাকা

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ফরম বিক্রি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আয় করেছে প্রায় ৩১ কোটি টাকা। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে দুই ধাপে তিনটি ইউনিটে এই আবেদন কার্যক্রম চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, প্রাথমিক আবেদন পর্যায়ে ৪ লাখ ৪১ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত পর্যায়ে তিনটি ইউনিটে মোট ২ লাখ ৩৭ হাজার ৪১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৬ হাজার ১৬২টি, ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৪৩৩টি এবং ‘সি’ ইউনিটে জমা পড়ে ৯৮ হাজার ৮২০টি আবেদন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রাথমিক পর্যায়ে একক আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৪৮ হাজার ৫০০ জন। প্রতিটি আবেদনের জন্য ২২ টাকা হারে ফি আদায় করা হয়। এতে আয় হয় ৫৪ লাখ ৬৭ হাজার টাকা।

চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে ‘এ’ ও ‘সি’ ইউনিটে মোট ১ লাখ ৯৪ হাজার ২৮২টি আবেদন জমা পড়ে, যেখানে ফি নির্ধারণ ছিল ১,৩২০ টাকা (সার্ভিস চার্জসহ)। এই দুই ইউনিট থেকে মোট আয় হয়েছে ২৫ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ২৪০ টাকা। অন্যদিকে, ‘বি’ ইউনিটে ১,১০০ টাকা করে আবেদন ফি আদায় করা হয়। এখানে জমা পড়ে ৪২ হাজার ৪৩৩টি আবেদন, যার আয় দাঁড়ায় ৪ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা।

সব মিলিয়ে তিনটি ইউনিটে চূড়ান্ত আবেদনের মাধ্যমে আয় হয়েছে ৩০ কোটি ৪০ লাখ ৫২ হাজার ৫৪০ টাকা। প্রাথমিক ও চূড়ান্ত—দুই ধাপ মিলিয়ে রাবির মোট আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৯৫ লাখ ১৯ হাজার ৫৪০ টাকা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ অর্থ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow