রামগড়ের চা বাগানে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ৫, নিখোঁজ ৪

কেফায়েত উল্লাহ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
Feb 4, 2025 - 21:00
 0  21
রামগড়ের চা বাগানে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ৫, নিখোঁজ ৪

খাগড়াছড়ির রামগড়ে চা বাগানের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজার ইউপির রামগড় চা বাগানে এই ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । 

ঘটনাস্থল পরিদর্শনকালে সংঘর্ষের প্রত্যক্ষদর্শী  মুন্না ত্রিপুরা (২৩) জানান, গতকাল সোমবার  ৩ ফেব্রুয়ারি রাতের বেলায় চা বাগানের বাজার চৌধুরী ব্লকে সরস্বতী পূজার অনুষ্ঠান চলছিলো।  এ সময় ২৫ নং ব্লক থেকে কয়েকজন শ্রমিক মদ খেয়ে অনুষ্ঠানের লোকজনদের গালিগালাজ করতে থাকে। অনুষ্ঠানে উপস্থিত লোকজন তাদের বাঁধা দিলে মারামারি শুরু হয়। এ ঘটনা রাতেই সমাধান করা হয়। কিন্তু আজ আমাদের পাড়া থেকে শ্রমিকরা কাজে গেলে ২৫ 
নং ব্লকের লোকজন কুমার ত্রিপুরা, শ্যামল ত্রিপুরা, কসম ত্রিপুরাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির জেরে সংঘর্ষ শুরু হয়ে যায়। 

স্থানীয়রা জানান, বাজার চৌধুরী পাড়ার ৪ জনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজরা হলেন জীবন ত্রিপুরা, হৃদয় ত্রিপুরা, জয়ন্ত ত্রিপুরা, সবুজ ত্রিপুরা। আহতরা হলেন কুমার ত্রিপুরা (৪০), শ্যামল ত্রিপুরা ( ২০), কসম ত্রিপুরা (২৫), বাফ্রু মার্মা (২৭), দয়ান ত্রিপুরা (৩১) প্রমুখ। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্থানীয় বিজিবি ক্যাম্পে আমরা জানিয়েছি। বাগান কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কারো কোন সহযোগিতা পাইনি। আমাদের নিখোঁজ হওয়া ব্যক্তিরা কোথায় আছেন আমরা জানিনা।

হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান, মারামারিতে ২ জনের মাথায় মারাত্মক জখম হয়েছে। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow