রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নরসিংদী জেলা প্রতিনিধি
Apr 15, 2024 - 13:42
 0  15
রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১  উদযাপিত হয়েছে। 
রবিবার (১৪মার্চ)সকালে বর্ণাঢ্য মঙ্গল শুভযাত্রা মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, মঙ্গল শুভযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়। 

পরে উপজেলা নির্বাহী অফিসার  রোজলিন শহীদ চৌধুরী সভাপতিত্বে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ৭ম বারের নির্বাচিত সাংসদ রাজু উদ্দিন আহমেদ রাজু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, সরকারি কমিশনার ভূমি শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি)  শাফায়েত হোসেন পলাশ, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সভাপতি  আল-আমিন ভূঁইয়া  মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান প্রমূখ।
 সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের ছাত্রছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন, পরিশেষে গ্রাম বাংলার ঐতিহ্য সাপ খেলার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow