রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চণ্ডিপুরে হরিসভার মাঠে সর্বস্তরের জনগণের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।
এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তার দোসররা দেশের অস্তিত্বের উপর একের পর এক আঘাত করে চলেছে।
বাংলাদেশ এখন এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। এই পরিস্থিতিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণের অন্য কোন বিকল্প নেই।
তাই একটি সুষ্ঠ নির্বাচনের জাতীয় সরকার গঠন করে সকল অপশক্তির ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আবুল বাশারের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নেতৃস্থানীয়রা বক্তব্য দেন।
এর আগে উক্ত জনসভা সফল করতে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে যোগ দেন।
What's Your Reaction?






