রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ২

এম নূরউদ্দিন আহমেদ, জেলা প্রতিনিধি, নরসিংদীঃ
Mar 21, 2025 - 22:22
 0  2
রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ২

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রবাস ফেরত দুই যুবক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে বড় বাড়ি ও জান মাহমুদ বাড়ি বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বড় বাড়ির নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং জান মাহমুদ বাড়ির নেতৃত্ব দেন ইউপি সদস্য সামসু মিয়া।

নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের বারেক হাজির ছেলে বাশার মিয়া (৩৫) ও খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩)। নিহত আমিন মিয়া তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। দুজনই আব্দুস সালাম সমর্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আব্দুস সালাম ও ইউপি সদস্য সামসু মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কয়েক মাস আগে সংঘর্ষে পরাজিত হয়ে আব্দুস সালামের অনুসারীরা এলাকা ছাড়েন। ঈদ উদযাপনের উদ্দেশ্যে শুক্রবার ভোরে তাঁরা এলাকায় ফিরে আসার চেষ্টা করলে সামসু মিয়ার অনুসারীরা বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের সময় টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে আব্দুস সালাম পক্ষের দুইজন নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

সংবাদ পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতদের মরদেহ নেওয়া হলে সেখানে সেনাবাহিনীর একটি দল পরিদর্শন করে।

রায়পুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, “এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাবেয়া সুলতানা জানান, “নিহত দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তাঁদের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে।”

আব্দুস সালাম অভিযোগ করে বলেন, “আমার লোকজন ছয় মাস ধরে এলাকা ছাড়া ছিল। ঈদ উদযাপনের জন্য ফিরতে গেলে সামসু মেম্বারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের দুইজন নিহত হয়েছেন।”

অন্যদিকে ইউপি সদস্য সামসু মিয়া বলেন, “সংঘর্ষের সময় আমার তিনজন অনুসারী গুলিবিদ্ধ হয়েছেন। প্রতিপক্ষের দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি।”

নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, “চাঁনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow