রায়পুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উলামা পরিষদের মানববন্ধন

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরে একটি দরবার শরীফ ভাঙার ঘটনায় দায়ের করা মামলাকে “মিথ্যা ও হয়রানিমূলক” আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় উলামারা।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে রায়পুরা প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত উলামা পরিষদ, রায়পুরা উপজেলা শাখা’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৩১ মার্চ রাতে উপজেলার শ্রীনগর এলাকায় গাউছে হক দরবার শরীফটি অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হাতে ভাঙচুরের শিকার হয়। ওই ঘটনার পর একটি মামলায় আলেম-ওলামা ও স্থানীয় মুসল্লিদের জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি তাদের।
তারা আরও বলেন, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং স্থানীয় একটি মহল দরবার শরীফের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চেয়েছে। বক্তারা এই মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সম্মিলিত উলামা পরিষদের নেতা মুফতি মো. সাজেদুল্লাহ সায়েম মানববন্ধন থেকে ঘোষণা দেন, আগামী ৩ দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আইনি ব্যবস্থার কথাও জানান তিনি।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা এইচ এম নূরে আলম সিদ্দিকী, হাফেজ কারী মুজিবুর রহমান, মুফতি শাহ জালাল কাসেমী, মাওলানা আবুল হাসান, মাওলানা ফরিদ উদ্দিন, মুফতি রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও স্থানীয় মুসল্লিরা।
What's Your Reaction?






