রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ, আটক স্ত্রী

এম নুরউদ্দিন আহমেদ, নরসিংদী জেলা প্রতিনিধি
Feb 9, 2025 - 18:57
 0  5
রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ, আটক স্ত্রী

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে স্বামী আবুল কাশেম (৫০) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী পাপিয়াকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ। 
নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। সে শ্রীরামপুর বাজারে সার ব্যবসা করতেন। 
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ মাস আগে ব্রেইন স্ট্রোক করে আবুল কাশেম। এরপর থেকেই চিকিৎসক তাকে বিশ্রামের জন্য পরামর্শ দেয়। চিকিৎসকের পরামর্শ না শুনে আবুল কাশেম বাড়িতে কাজ করায় বাঁধা দেয় তার স্ত্রী। এ নিয়েই তাদের মধ্যে দ্ব›দ্ব সৃষ্টি হয়। সবশেষ আজ দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে পাপিয়া আবুল কাশেমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে এতে রক্তক্ষরণ হয়ে আবুল কাশেমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। 
রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। এবং প্রাথমিকভাবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow