রায়পুরায় ১২ হাজার বিঘা জমি নদীতে বিলীন; নদী ভাঙ্গনের প্রতিকার চেয়ে এলাকা বাসীর মানববন্ধন
নরসিংদীর রায়পুরার মির্জাচর ইসলামপুর মাদরাসা, মসজিদ, রাস্তাঘাট ও ফসলি জমি রক্ষার্থে শান্তিপুর হতে মির্জাচর পর্যন্ত মেঘনা নদীর উওর পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (৭ জুলাই) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মির্জারচর ইউনিয়নের হতভাগ্য জনগন। আমরা দীর্ঘকাল থেকেই বঞ্জিত। মির্জাচর ইউনিয়ন মেঘনা নদী ধারা বেষ্টিত।আমাদের ইউনিয়নটি ৫ টি মৌজা নিয়ে গঠিত। তার মধ্যে ১ ও ৩ নং মৌজা সম্পূর্ন ৪ নং মৌজা আংশিক মেঘনা নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। শত শত পরিবার দিশেহারা হয়ে পড়েছে। প্রায় ১২ হাজার বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে আর কিছু দিন ভাঙ্গন চলতে থাকলে অচিরেই হয়তোবা রায়পুরার মান চিত্র থেকে মির্জাচর ইউনিয়নটি মুছে যাবে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন নদীর ভাঙ্গন থেকে মির্জারচর ইউনিয়নকে রক্ষা করার জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবী জানাই।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ জালাল উদ্দিন মাস্টার, মহরম আলী, রহমান, আমিনুল ইসলাম ও খাইরুল মিয়া প্রমূখ।
What's Your Reaction?