রুমা বার্তা'র দ্বিতীয় বর্ষে পদার্পণ

অনুপম মারমা,থানচি,(বান্দরবান) প্রতিনিধি
Feb 1, 2025 - 21:55
 0  11
রুমা বার্তা'র দ্বিতীয় বর্ষে পদার্পণ
রুমা বার্তা'র দ্বিতীয় বর্ষে পদার্পণ

এক ঝাক স্থানীয় সাংবাদিকের দির্ঘ প্রচেস্টায় বান্দরবানের রুমা উপজেলার স্বাস্থ্য,শিক্ষা,যোগাযোগ, পর্যটনের বিকাশসহ অবকাঠামোগত উন্নয়নের নানা মূখি সমস্যা, সম্ভাবনাময় দেশ ও স্থানীয়ভাবে ছড়িয়ে দিতে ২০২৪ সালে ১ লা ফেব্রুয়ারীতে জন্ম নেন রুমা বার্তা ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টাল।এরই ধারাবাহিকতা "পুরাতনকে ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছি আমরা"  প্রতিপাদ্যের বান্দরবানে রুমা ১ম বর্ষপূর্তিতে শুভ জন্মদিন পালিত হলো।

 ডিজিটাল মাল্টিমিডিয়া অনলাইন ভার্সন রুমা বার্তা ডট কমের আয়োজনের স্থানীয় মায়া কুজ্ঞ গেস্ট হাউজের ২য় তলায় 
শনিবার (১লা ফেব্রুয়ারী) সকালে কেক কাটার মধ্যে দিয়ে রুমা বার্তা প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
রুমা বার্তা ডটকমের সম্পাদক উ নাইন্দিয়া ভিক্ষু সভাপতিত্বে সেনাবাহিনীর ৩৬ বীর রুমা জোনের অধিনায়কের প্রতিনিধি মেজর মাহফুজ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে রুমা থানা এসআই মাহফুজ, জেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি সাংবাদিক মংসানু মারমা,থানচি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মংবোওয়াংচিং মারমা অনুপম, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, রুমা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শৈহ্লাচিং মারমা, প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক ক্যমুইঅং মারমা, রুমা বার্তা ডটকমের নির্বাহী সম্পাদক মংহাইথুই মারমা বক্তব্য রাখেন।

মেজর মাহফুজ রহমান বলেন, দুর্গম রুমা উপজেলার সাংবাদিকদের অল্প দিনের একটি অনলাইন নিউজ পোর্টাল জনপ্রিয় অর্জন করবে  বিশ্বাস করতে পারিনি। কিন্তু আজকের রুমা সাংবাদিকদের প্রচেষ্টায় রুমা বার্তা অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমি মনে করি বর্তমানে ইন্টারনেট যুগে এসে অনলাইন নিউজ ভার্সন খুব জনপ্রিয় হয়েছে। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করুন সোবাহিনীর পক্ষে সর্বাধিক সহযোগীতা থাকবে।
অনুষ্ঠানের শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow