রুমায় তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের রুমায় "এসো দেশ বদলাই , পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে।
সোমবার (২০জানুয়ারি) সকাল ৯টা থেকে রুমা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে ' ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠুক তরুণ সমাজ' এ মূলসুরে ক্রিকেট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
বিকাল তিনটায় এক ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হয় - রুমা সদর ইউপি একাদশ বনাম রেমাক্রি প্রাংসা ইউপি একাদশ। এ ফুটবল প্রতিযোগিতায় প্রথম মার্ধে উভয় দলের মধ্যে ফলাফল ড্র হয়। দ্বিতীয় মার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-১গোলে উভয় দলের ফলাফল সমানে সমান। খেলার নির্ধারিত সময় শেষে রেফারি উচ্চমং মারমা উভয় দলকে পেনাল্টিতে বিজয়ী নির্ধারণে সিদ্ধান্ত দেয়। পেনাল্টিতে রুমা সদর ইউপি একাদশকে ২-৪ গোল বিজয়ী হয়েছে-রেমাক্রিপ্রাসা ইউপি একাদশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী। বিশেষ অতিথি ও অন্যানের মধ্যে রুমা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী,
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেবব্রত বড়ুয়া, রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রাসেল দে, রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু, রুমা সরকারি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধিগন।
এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে- রুমা উপজেলা প্রশাসন। তারুণ্য উৎসব উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তদারকির দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ কাউসারুল ইসলাম।
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার (২১ জানুয়ারি ) বিকাল তিনটায় একই মাঠে ফুটবল খেলায় গালেঙ্গ্যা ইউপি একাদশের সঙ্গে মুখোমুখি হবে- পাইন্দু ইউপি একাদশ।
সকাল ১০টায় ক্রিকেট খেলায় মুখোমুখি হবে- রুমা আবাসিক উচ্চ বিদ্যালয় একাদশ বনাম উপজেলা প্রশাসন।
What's Your Reaction?