রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে তিন কেএনএফ সশস্ত্র সদস্য নিহত
বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর কর্তৃক কেএনএফ সন্ত্রাসীর আস্তানা সন্ধান; সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে কেএনএফের তিন সন্ত্রাসী নিহত।
আস্তানা থেকে কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের দাবি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর( আইএসপিআর)।
রবিবার( ২৪ নভেম্বর) দুপুর সাড়ে বারটায় আন্তঃবাহিনী জনসংযো অধিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, বান্দরবানে রুমা উপজেলায় ১নং পাইন্দু ইউনিয়নে ৬নং ওয়ার্ড এলাকায় মূননুয়াম পাড়া থেকে পূর্ব দিকে চার কিলোমিটার দূরে দুর্গম কুত্তা ঝিরি নিকটবর্তী জঙ্গলে গতকাল রাত থেকে সেনাবাহিনীরা অভিযান পরিচালনা করে।
বান্দরবান ৬৯ ব্রিগেড কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে রুমা জোনের সেনা সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
শনিবার ভোর রাত থেকে রোববার সকাল পর্যন্ত গোলাগুলির শব্দ শুনা গেছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী দৈনিক খোলাচোখ'কে বলেছেন, সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে রুমায় কেএনএফ সশস্ত্র ৩সদস্য নিতের খবরটি আমিও টেলিভিশন স্ক্রলে দেখেছি। তবে ওনারা এ বিষয়ে আমাদেরকে কোন কিছুই জানায়নি। কোন এলাকায় ঘটনাটি ঘটেছে সে টিও জানিনা। ওনারা যদি তথ্য দেয় তাহলে জানতে পারবো।
What's Your Reaction?