রুমায় ২৮০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রুমা(বান্দরবান)প্রতিনিধি
Jan 12, 2025 - 19:29
 0  3
রুমায় ২৮০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হাঁড় কাঁপানো শীতে হাওয়া বইছে বেশ কয়েকদিন ধরে।  শীতল হাওয়ায় বিশেষ করে ক্ষেতে খাওয়া দিনমজুরের জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। সাধ আছে, কিন্তু  শীতবস্ত্র কেনার তাদের নেই কোন সমর্থ্য।  ঠিক এমন সময়ে শীত নিবারণের জন্য শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন বান্দরবানের রুমার ৯ বিজিবি। 

কম্বল হাতে পেয়ে খুব খুশি। কম্বল হাতে ধরে এসব কথা বলেছেন মোহাম্মদ কাঞ্চন আলী (৭০) ও সাকাল দাস (৬১)। এই শীতার্ত দুইজন কৃষকও অন্যজনের মতো সাঙ্গু কলেজ প্রাঙ্গণে কম্বল হাতে নিয়ে এটি ব্যাঞ্চে বসেছিলেন । ওইসময় এ প্রতিবেদককের সাথে কথা বলেন তারা।

রোববার (১২জানুয়ারী) বিকাল তিনটায় বান্দরবানে রুমা সাঙ্গু সরকারী কলেজ মাঠে বান্দরবানের রুমা ব্যাটালিয়ান (৯ বিজিবি)'র ব্যবস্থাপনায় পাহাড়ি- বাঙালি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
নারী-পুরুষ মোট ২৮০জন শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব

শীতবস্ত্র বিতরণ করেন রুমা ব্যাটালিয়ান (৯বিজিবি)র পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  এবিএম শাহ্ রেজা। 

শীতার্ত লোকজনের মধ্যে পাইন্দু হেডম্যান পাড়া, চান্দা হেডম্যান পাড়া, সায়াগইং পাড়া, সদরঘাট এলাকা, কলেজ পাড়া, আমতলী পাড়া, সেঙ্গুম খামার ও মুসলিম পাড়ার শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

 ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সরকারি পরিচালক মোঃ রফিকুল ইসলাম, রুমা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক ও  ২নং ওয়ার্ডের সদস্য মোহাম্মাদ ময়ুর উদ্দিনসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তারা জানান, ইতিপূর্বে রুমা ব্যাটেলিয়ান (৯ বিজেবি)'র গরীব ও দুস্থদের মাঝে খাবার, ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করেছে। এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রেস রিলিজে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow