রুমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বান্দরবানে রুমায় অগ্নিকাণ্ডে ক গ্রস্ত দুই পরিবারের মধ্যে শীত নিবারণের জন্য কম্বল ও নানা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে রুমা সদরে স্থানীয়দের উদ্যোগে কম্বলসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
রুমা সদরে মার্মা ওয়েলফেয়ার এসোসিয়েশন ভবনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা ও অগ্রবংশ অনাথালয়ে পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে পরিবার প্রতি ১৩টি করে কম্বল, ঢাকনিসহ ৩টি করে পাতিল, ২টি করে কলসি, ২টি করে জগ, ৬টি খাবার থালাসহ ব্যবহারযোগ্য নানা সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, গত ২২শে জানুয়ারি ২০২৫ দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কোওয়াসে পাড়ার দুই পরিবারের সয়- সম্পত্তি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়।
এর আগে সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবার প্রতি ৫০কেজির চালসহ পরিবারের নানা ব্যবহারযোগ্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল।
What's Your Reaction?