রুমায় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

রুমা(বান্দরবান)প্রতিনিধি
Feb 20, 2025 - 17:07
 0  2
রুমায় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার বেলা সাড়ে ১১ টায় বান্দরবানে রুমা সদর বাজার শেডে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
রুমা থানা পুলিশের উদ্যেগে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
তিনি বলেছেন, রুমা উপজেলা একটি পর্যটন এলাকা।  এখানকার যে কোন  ব্যবসা-বাণিজ্য ঠিক রাখবার পূর্ব শক্ত হচ্ছে- আইন শৃঙ্খলা বজায় রাখা। তা ঠিক রাখা গেলে সব কিছু উন্নয়ন হবে। তাই এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলকে এক সাথে কাজ করতে হবে। 

রূমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী'র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রুমা অগ্রবংশ অনাথালয়ে পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু, রুমা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হোজাইফা মাহমুদ, রুমা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান ও বিএসসি-বি সাবেক সভাপতি লালদুহ সাং বম ও ব্যবসায়ী লিটন চক্রবর্তী সহ রুমা বাজারে ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

এ সভায় রুমা বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

মতবিনিময় শেষে বাস ধাক্কায়  শিশু শিক্ষার্থী মথি ত্রিপুরার নিহতের স্থান পরিদর্শন করেন এবং ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলেন এসপি শহিদুল্লাহ।

মঙ্গলবার দুপুর একটায়  বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় গেটের সম্মুখে বাস ধাক্কায় ঘটনাস্থলে এক শিশু শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনায় বিক্ষোব্দ জনতা চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বাসে আগুন ধরিয়ে দেয়- বিক্ষোভকারীরা।  এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার পুলিশ সুপার শহীদুল্লাহ বুধবার সকালে রুমায় পরিদর্শনে আসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow