রুমায় ফুটবল খেলায় পাইন্দু ইউপি একাদশ বিজয়ী
বান্দরবানের রুমায় তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে গালেঙ্গ্যা ইউপি একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে-পাইন্দু একাদশ।
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার(২১জানুয়ারী) বিকাল তিনটায় রুমা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।
'ক্রীড়া প্রতিযোগিতা মেতে উঠুক তরুন সমাজ ' এ বাক্যের মূলসুরে এই প্রতিযোগিতা শুরুতে উভয় দলের খেলোয়াড়েরা তেমন উত্তেজনা ছিলনা। প্রথমমার্ধ ৩০মিনিটের এই খেলায় শুরু থেকে গালেঙ্গা একাদশের গোল বারের দিকে চাপ ছিল বল। এ দলের মিডফিল্ডারও বল ক্যারিতে দুর্বল লক্ষ্য করা গিয়েছিল। সাথে ডিফেন্সও বারবার বল কিকের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। রক্ষণভাগের দুর্বলতায় খেলার প্রথমার্ধে ২৮ মিনিটে গালেঙ্গ্যা ইউপি একাদশের জালে বল ফেলতে সক্ষম হয়-পাইন্দু ইউপি একাদশের খেলোয়াড়। এতে এগিয়ে যায়-পাইন্দু একাদশ। তারপর উত্তেজনায় উভয় দলের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই। তখন মাঠের বাইরেও সমর্থকদের উল্লাস।
দ্বিতীয়মার্ধে খেলায় গালেংগা ইউপি একাদশ প্রতিপক্ষের জালে বল ফেলতে ব্যর্থ। নির্ধারিত সময় শেষ। খেলার ফলাফল ; গালেঙ্গ্যা ইউপি -০, পাইন্দু ইউপি একাদশ-১।
রেফারির দায়িত্ব পালন করেন উচমং মারমা।
উপজেলা প্রশাসন তারুণ্য উৎসব উপলক্ষে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে। আয়োজকের সংশ্লিষ্টরা জানায়, আগামীকাল বুধবার বিকাল তিনটা ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ফুটবল প্রতিযোগিতায় রেমাক্রি প্রাংসা ইউপি একাদশ বনাম পাইন্দু ইউপি একাদশের মধ্যে ফাইনাল খেলায় মুখোমুখি হবে।
এর আগে সকালে ক্রিকেট খেলায় মুখোমুখি হবে - উপজেলা প্রশাসন বনাম থানা পুলিশ একাদশ।
সোমবার সকালে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
মঙ্গলবার ফুটবল ও ক্রিকেট খেলা চার্বাক দলকে দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টার মোঃ কাউছারুল ইসলাম ও সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেবব্রত বড়ুয়া।
What's Your Reaction?