রুশ বাহিনীর হয়ে যুদ্ধে প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক

রাশিয়ায় পাড়ি জমানোর পর দালালের খপ্পরে পড়ে রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)।
শুক্রবার (১৮ এপ্রিল) আকরামের এক সহযোদ্ধা ফোনে তার মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানালে গ্রামে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের দিনমজুর মোরশেদ মিয়ার বড় ছেলে আকরাম। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। সংসারের অভাব-অনটন দূর করতে ওয়েল্ডিংয়ের কাজ শিখে প্রবাসে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন আকরাম। আত্মীয়স্বজনের সহায়তায় প্রায় নয় মাস আগে তিনি রাশিয়ায় যান। সেখানে প্রথম ছয় মাস একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করেন। বেতন খুব বেশি না হলেও দেশে টাকা পাঠিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে শুরু করেন তিনি।
কিন্তু আড়াই মাস আগে আকরাম এক দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন। এরপর ইউক্রেন যুদ্ধে অংশ নেন এবং রণক্ষেত্রের বেশ কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। সম্প্রতি ইউক্রেনের এক মিসাইল হামলায় তিনি নিহত হন বলে জানানো হয়েছে।
তার মৃত্যুর খবরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বারবার ছেলের ছবি বুকে চেপে মূর্ছা যাচ্ছেন মা মোবিনা বেগম। বাকরুদ্ধ স্বজনরাও শোকে স্তব্ধ।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আকরামের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
নিহতের পরিবার সরকারের কাছে মরদেহ দ্রুত ফিরিয়ে আনা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে।
What's Your Reaction?






