রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

রোয়াংছড়ি(বান্দরবান) প্রতিনিধি
Mar 26, 2025 - 16:08
 0  5
রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

বান্দরবানের রোয়াংছড়িতে ২৬ মার্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এই দিবসটি উপলক্ষ্যে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬টা সূর্য উঠার সঙ্গে সঙ্গে শহীদে প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রোয়াংছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপরে উপজেলা পরিষদ সভা মিলনায়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ মার্চ ২০২৫ইং) অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল আমিন, রোয়াংছড়ি কলেজ অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. মনজুর হোসেন, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহমেদ, ইউআরসি ইনস্ট্রক্টর মমিনুল ইসলামসহ সকল দপ্তরে কর্মকর্তাগণ অংশ নেন। অনুষ্ঠানের বক্তারা বলেন দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। এতে শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আলোচনা সভার শেষে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত গরীব ও দু:স্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow