রোয়াংছড়িতে হেডম্যান-কারবারীদের প্রথাগত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 24, 2025 - 18:43
 0  43
রোয়াংছড়িতে হেডম্যান-কারবারীদের প্রথাগত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

“হেডম্যান-কারবারী একসাথে চলি, প্রথা-রীতিনীতি সংরক্ষণে এক থাকি” শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় হেডম্যান-কারবারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ ২০২৫) রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভা মিলনায়তনে আয়োজিত এ সভার আয়োজন করে বোমাং সার্কেলের হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদ। এতে রোয়াংছড়ি সদর ইউনিয়ন ও আলেক্ষ্যং ইউনিয়নের হেডম্যান ও কারবারীগণ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ৩৪৯নং ঘেরাউ মৌজার হেডম্যান শৈসাঅং মারমা এবং সঞ্চালনায় ছিলেন ২৭৬নং তরুগু মৌজার মংনু মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল আমিন, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর হোসেন, হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সভাপতি ও বেতছড়া হেডম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা এবং ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মবিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।

সভায় বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারীগণ প্রথাগত বিধি-বিধান ও সামাজিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে মতবিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow