লামা উপজেলার সরই লেমুপালংপাড়া থেকে ৯ জনকে অপহরণ

লামা উপজেলার দুর্গম এলাকা সরই লেমুপালংপাড়া থেকে সোমবার (৭ এপ্রিল) মধ্যরাতে সন্ত্রাসীরা ৯ জনকে অপহরণ করেছে। এর মধ্যে দুই তামাকপাতা চাষি ভুট্টো ও আমিনসহ ৭ জন শ্রমিক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সন্ত্রাসীরা খামারের দুই মালিক ও শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়। তবে অপহৃত ৭ শ্রমিকের নাম এখনও জানা যায়নি, এবং তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করার কোনও তথ্য পাওয়া যায়নি।
এলাকার দুর্গমতা ও নেটওয়ার্ক সংকটের কারণে অপহরণের ঘটনা তাৎক্ষণিকভাবে জানাজানি হয়নি। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) সকালে এই ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা জানান, এলাকাটিতে বারবার অপহরণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। এর আগেও এখানে রাবার বাগানের শ্রমিকদের অপহরণ এবং খামারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জাল হোসেন জানিয়েছেন, অপহৃতদের উদ্ধার করতে অভিযান চলছে। তিনি আশা প্রকাশ করেছেন, শীঘ্রই অপহৃতদের উদ্ধার করা সম্ভব হবে।
এছাড়া, গত ফেব্রুয়ারিতে সরই ইউনিয়ন থেকে ১৪ জন এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে ২৬ জনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছিল। সরই ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, যৌথবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং সবাইকে সতর্ক থাকতে ও সন্দেহজনক কিছু দেখতে পেলে পুলিশকে জানাতে অনুরোধ করেছেন।
What's Your Reaction?






