লামা এনজেড একতা মহিলা সমিতির হৃদয়ছোঁয়া ইফতার আয়োজন

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
Mar 12, 2025 - 00:13
 0  3
লামা এনজেড একতা মহিলা সমিতির হৃদয়ছোঁয়া ইফতার আয়োজন

লামা (এনজেড) একতা মহিলা সমিতির আয়োজনে এক আনন্দঘন পরিবেশে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ৯ রমজান, মঙ্গলবার (১১ মার্চ) লামার চেয়ারম্যানপাড়াস্থ এনজেড কার্যালয়ের পাশে পাহাড়ের চূড়ায় অবস্থিত একতা ইকো রিসোর্ট প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।

ইফতার পার্টিতে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, লামা থানার ওসি তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিসোর্টের উন্মুক্ত পরিবেশে বসে অতিথিরা উপভোগ করেন শেষ বিকেলে পশ্চিম দিগন্তে দুঃখিয়া ভ্যালির সবুজের ফাঁকে লাল সূর্যের মোহনীয় দৃশ্য। ঢেউ খেলানো পাহাড়ের মাঝে গোধূলির রক্তিম আভা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলে চারপাশ ধ্বনিত হয় মহান আল্লাহর নামে।

এরপর, নানা রকম সুস্বাদু খাবারের সমারোহে শুরু হয় ইফতার। ইফতার শেষে অতিথিরা রিসোর্টের কটেজে নামাজ আদায় করেন। বিদায়ের আগে তারা সূর্যাস্ত, চারপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং পাখিদের নীড়ে ফেরার দৃশ্য উপভোগ করেন, যা মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow