লামা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
Mar 20, 2025 - 21:41
 0  4
লামা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লামা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ক্লাবের কনফারেন্স রুমে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, উপজেলা প্রকৌশলী মো. হানিফ, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোলায়মান, উপজেলা তথ্য কর্মকর্তা রাসেদুল হক, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, লামা বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আতা এলাহী এবং লামা বন বিভাগের প্রধান সহকারী।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে লামা প্রেসক্লাবের সভাপতি আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো ও ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকরা সরকারের উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে সমাজের কল্যাণে কাজ করে থাকেন।

প্রধান অতিথি তার বক্তব্যে লামার সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লামা উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ সাদেকী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow