লামা মডেল মসজিদ উদ্বোধন করতে আসছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

বান্দরবানের বৃহত্তর উপজেলা লামায় 'মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধ হবে রোববার। উপজেলা প্রশাসন সূত্রে প্রকাশ, ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করবেন।
এই উপলক্ষে লামা উপজেলা কমপ্লেক্স সেমিনার হলে সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সভায় তিঁনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম। প্রসঙ্গত: বিগত ২০১৯ সালে লামা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকে কাজের ধীরগতি ছিল। ২৪'র জুলাই বিপ্লব পরবর্তী কাজের গতিশীলতা আসে। এই মসজিদ কমপ্লেক্সটি উদ্বোধনের মধ্যদিয়ে লামাবাসীর আরোএকটি সফল প্রাপ্তি ঘটবে।
What's Your Reaction?






