লামায় রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যাবসায়ীদের সাথে আলোচনা

লামা(বান্দরবান) প্রতিনিধি
Feb 24, 2025 - 21:57
Feb 24, 2025 - 21:57
 0  9
লামায় রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যাবসায়ীদের সাথে আলোচনা

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বান্দরবানের লামায় কৃষি বিপণন সমন্বয় কমিটির আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ ফেব্রুয়ারি বিকেল তিনটায় লামা বাজারের সকল শ্রেণির ব্যাবসায়িদের নিয়ে সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় ব্যাবসায়ীরা রমজানে বাজার দর স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দেন। উপজেলা প্রশাসন সভাকক্ষে  প্রশাসন ও লামা উপজেলা বিপণন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সভায় উপজেলা খাদ্য কর্মকর্তা, কৃষি বিপপন কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, মৎস কর্মকর্তার প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যাবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন রমজানে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখা, গ্যাস দেয়া মাছ বিক্রি না করা, গরুর গোস্ত হাড়সহ সাত শ্ ত্রিশ টাকা করার প্রস্তাব গৃহীত হয়। ব্যাবসায়ীরা জানান, ভোজ্য তেল ব্যাতিত বাকি পন্যসামগ্রি যতেষ্ট সরবরাহ আছে। বিপনন কর্মকর্তা বলেন, কেনা এবং বিক্রির সাথে সঙ্গতি রেখে দোকানগুলোতে প্রতিটি দ্রব্যের একটি যৌক্তিক মুল্যের তালিকা রাখতে হবে। এতে ব্যাবসায়ীরা সম্মতি দেয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতিকেজি গরু গোস্তের মুল্য যৌক্তিক পরিমান হাড়সহ সাত শ্ ক্রিশ টাকা বিক্রি হবে। যানজট নিরসনের জন্য বাস, জীপ, টমটম, রিক্সা, মোটর সাইকেল যত্রতত্র রাখা যাবেনা মর্মে সিদ্ধান্ত হয়। মাছ তরকারি বাজার জেলা পরিষদ গেষ্ট হাউজের ২য় তলায় স্থানান্তর করে সড়ক মুক্ত রাখার বিষয়ে সাংবাদিকরা জোরালো দাবি জানায়। এ বিষয়ে বান্দরবান জেলা পরিষদের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে নিবেন বলে উপজেলা নির্বাহী অফিসার সভাকে আশ্বস্ত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow