লামার পর্যটন এখন 'হট কেক' টোয়াব নেতৃবন্দের পরিদর্শন মতবিনিময় 

লামা(বান্দরবান) প্রতিনিধি
Feb 2, 2025 - 18:42
 0  8
লামার পর্যটন এখন 'হট কেক' টোয়াব নেতৃবন্দের পরিদর্শন মতবিনিময় 

বান্দরবানের লামা উপজেলা পর্যটন শিল্পের বিকাশ, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা রোধে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ(টোয়াব) এর প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  লামায় বর্তমানে পর্যটনের স্পটগুলোকে ভ্রমণ পিপাসুদের কাছে 'হট কেক' হিসেবে আখ্যা দেন টোয়াব প্রতিনিধি দল। রোবার ২ ফেব্রুয়ারি ১১টায় লামা উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অদা:) ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।

এতে অংশ নেয় উপজেলা প্রশাসন, পর্যটন রিসোর্ট অনার্স এসোসিয়েশন ও সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি, ট্যুরিস্টদের সাথে ভালো ব্যবহার, রিসোর্টের তালিকা সংরক্ষণ ও গুণগত মান নিশ্চিত করার পরামর্শ দেন। পরিবেশ সচেতন হয়ে সবুজ সমৃদ্ধ করতে হবে। স্থানীয় বিরোধের প্রভাব ট্যুরিস্টদের উপর ফেলা যাবেনা। প্রশাসনের পক্ষ থেকে পর্যটন বিকাশে সার্বিক উন্নয়ন সহযোগিতা করা হচ্ছে বলে প্রধান অতিথি সবার প্রতি আহ্বান জানান । টোয়াব দলের প্রধান টোয়াব এর সাবেক সভাপতি, সিবলুল আজম কোরাইশি বলেন, লামায় পর্যটন বিকাশের চমৎকার আকর্ষন আছে। প্রচার প্রচারণার কারনে এই মিরিঞ্জা ভ্যালীর সৌন্দর্য পর্যটকদের দৃশ্যপটে এসেছে। পর্যটনকে সঙ্ঘটিত করতে হলে এর গুরুত্ব বুজতে হবে। তিনি বলেন, লাল নিল বাতি কিন্ত ট্যুরিস্টরা পছন্দ করেন না। তারা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্যে উপভোগ ও বিশুদ্ধ বাতাশ নিতে আসেন। সুতরাং পলিথিনসহ বর্জ্য ব্যাবস্থাপনার মধ্যে পর্যটন স্পটগুলোতে সবুজ বন সমৃদ্ধ করতে হবে। বিনিয়োগে সেবার উদ্দেশ্য থাকলে বাণিজ্যিক সফলতাও আসবে। এই সেক্টরে আন্তরিকতা, সতর্কতা, শ্রম এবং  সেবা নিশ্চিত করেত পারে। ন্যাড়া পাহাড়গুলোকে সবুজ করতে হবে। এখানে বিনোদন আছে, একইসাথে এই শিল্পে সকল শ্রেণির মানুষের স্বার্থ জড়িত। আমাদের পর্যটন শিল্পকে বৈশ্বিকভাবে নিতে পারলে এর অর্থনৈতিক সুফল জাতীয়ভাবে অর্জিত হবে। সভায় পরামর্শমূলক আলোচনায়, কথা বলেন, রিসোর্ট মালিক অনার্স এসোসিয়েশন আহ্বায়ক দোলোয়ার হোসেন রফিক, সদস্য সচিব এডভোকেট সাদেকুল মাওলা ইরাক এডভোকেট আরিফ চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, টোয়াব সদস্য মনচুর আলম পারভেজ, নাসির উদ্দিন বাদল, টোয়াব মিডিয়া পরিচালক মোঃ ইউনুছ প্রমূখ।

বক্তারা বলেন, লামা মিরিঞ্জা, সুখ্যিয়া, দু:খ্যিয়া ভ্যালীর প্রকৃতির প্রতি মুগ্ধ হয়ে পর্যটকরা ছুটে আসে। এর উত্তরোত্তর উন্নতিকল্পে টোয়াব এর সাথে মতবিনিময় সভায় বক্তারা বিদেশি পর্যটকদের আগমন সহজ করণের দাবি জানান। 'লামা বর্তমানে পর্যটনের হট কেক' আখ্যাদিয়ে টোয়াব সদস্যরা বলেন, এখানকার পর্যটন নিরাপদ ও সোহার্দ। এক সাথে লামা কক্সবাজার ট্যুর অপারেটর করা যায়। লামার পর্যটন নিয়ে ভালোভাবে এগোনোর চিন্তা আছে টোয়াবের। এখানকার পর্যটন স্পটগুলোকে সাজেকের বিকল্প হিসেবে বিবেচনাস করা হয়। পরিকল্পিতভাবে বিকাশ না হলে এই খাতটি হুমকির মূখে পড়তে পারে। স্থানীয় সাপোর্টেট জনবলকে প্রশিক্ষিত করা হলে এর সুফল আসবে। সমন্বিতভাবে কাজ করে এর বিকাশে এগিয়ে যেতে হবে বিনিয়োগকারীদেরকে। লামার সম্ভাবনাময় পর্যটন খাতকে উন্নত সমৃদ্ধ করতে এই আয়োজনে সাড়া দেয়ায়, টোয়াবকে ধন্যবাদ জানান স্থানীয় নেতৃবৃন্দ । টোয়াব নেতৃবন্দ আরো বলেন,  পর্যটকদের অনুকুল পরিবেশ নিশ্চিত ও এতদসংশ্লিষ্টদেরকে অভিজ্ঞ করে তুলতে হবে। মানসম্পন্ন সেবা নিশ্চিত করেত হবে। 

চমৎকার এই পয়েন্টগুলোকে বস্তির আদলে একটি 'ঘর'কে একটি রিসোর্ট করা যাবে না। এই খাত থেকে আয়ের একটি অংশ এর উন্নয়নের জন্য রাখবেন। সবাইকে ভাবতে হবে, পর্যটকরা কেনো  সাজেক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ সেখানে অপরিকল্পিত ঘর নিররমানের ফলে, আকাশ ছাড়া অন্য কোনো প্রকৃতি দেখা মুসকিল। পরিবেশ-পলিথিন সম্পর্কে সচেতন হতে হবে। গাড়ির ড্রাইভারদের ভাড়া ফিক্সড করতে হবে। টোয়াব সদস্যরা বলেন, খারাপ রিভিউ হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। পাহাড়ের সৌন্দর্য্য দৃশ্যপটে আনতে আরো বেশি ট্র্যাকিং করতে হবে। জানাশুনা দায়িত্বশীল  গাইড তৈরি করতে হবে। না হয় এলাকার কোথায় কি আছে, পূর্বপরিচিতি ছাড়া আগুন্তুকরা জানতে পারবেনা। 

পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্তক সহযোগীতা দিবেন বলে বলা হয়। বক্তরা আরো বলেন, এই অঞ্চলকে পজেটিভলি দৃশ্যপটে আনতে মিডিয়ার অবদান স্মরণ করার মতন। চারটা জুম ঘর থেকে আজ বস্তির রুপ ধারণ করেছে। বস্তুত সময়ের চাহিদা পুরনে তাৎক্ষণিক এমনটি হয়েছে। যা অনেকটা অপরিকল্পিত ব্যাবস্থাপনা। আস্তে আস্তে এই অবস্থার উন্নতি করতে টোয়াব সহযোগিতা করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow