লামায় অতিরিক্ত মদ্যপানে গাড়ি চালকের মৃত্যু

বান্দরবানের লামায় মদপানে নুরুল আলম (৩৩) নামের এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ভোররাতে লামা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরুল আলম লামা পৌরসভার লাইনঝিরি এলাকার মোঃ হারুনের পুত্র এবং স্থানীয় একটি রিসোর্টের গাড়ি চালক।
লামা হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৫টা ২০ মিনিটে নুরুল আলমকে বুক ব্যাথা জণিত কারণে তার কয়েকজন সহপাঠি লামা হাসপাতালে নিয়ে যায়। হসপিটালে নুরুল আলম চিকিৎসকদের জানায় সে মদ পান করেছে। চিকিৎসাধীন অবস্থায় জরুরী বিভাগে ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ সাইফুদ্দিন মোঃ মুরাদ জানান, অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার ২৪ ফেব্রুয়ারি স্থানীয় রয়েল রিসোর্টে ঢাকা থেকে দু'জন মেহমান এসেছিল। সেখানে রাত ২টা পর্যন্ত নুরুল আলম তার পরিচিত ওইসকল মেহমানের সাথে রয়েল রিসোর্টে ছিল।
রয়েল রিসোর্টের সার্ভিস বয় মিলন ত্রিপুরা বলেন, নুরুল আলম রাত ২টা পর্যন্ত মেহমানদের সাথে ছিল। রাত ২টার পর সে বের হয়ে যায়। তারপর কি হয়েছে জানিনা।
লামা থানা অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন মদপানে একজনের মৃত্যুর খবর শুনেছেন বলে জানিয়েছেন। অন্যদিকে মৃত নুরুল আলমকে লামা হসপিটালে মৃত ঘোষনার পর তার ভাই বাবা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য চকরিয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নেয় যান। সেখানেও কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে। নিহতের লাশ চকরিয়া থানায় নিয়ে যায় এবং পরে কক্সবাজার মর্গে পাঠানো হয় বলে চকরিয়া থানার ওসি মঞ্জুরুল কাদের ভূইয়া জানিয়েছেন। লামার ডাক্তার নুরুল আলমকে মৃত ঘোষণার পর, চকরিয়া কেনো নেয়া হয়; এমন প্রশ্নের উত্তরে নিহতের ফুপাতো বোন আরেফা জানান, মনকে বুজাতে না পেরে চকরিয়া নেয়া হয়েছে।
What's Your Reaction?






