লামায় অমর একুশে উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অমর একুশে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অমর একুশে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে লামা উপজেলা প্রশাসন হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, মেডিকেল অফিসার ডা: সোলায়মান ও লামা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া। প্রস্তুতি সভায় যথাযথ মর্যাদায় সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অমর একুশে শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গৃহীত কমিটি, বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার। তিনি আরো বরেন, লামার সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে অমর একুশে উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক ও আন্তরিক সহযোগিতা একান্ত। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






