লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
দীর্ঘদিন ধরে চলমান এই পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এর আগে, পাহাড় কাটার দায়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পৃথক অভিযানে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫ লাখ টাকা জরিমানা করে এবং এনফোর্সমেন্ট মামলা দায়ের করে। তবুও প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড বন্ধ হয়নি।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও লামা উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে কোয়ান্টাম ফাউন্ডেশনের পাহাড় কাটার স্থান পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কোয়ান্টাম ফাউন্ডেশনের এলাকায় শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা রয়েছে। এসব স্থাপনা নির্মাণের জন্য পাহাড়ের ঢালু ও চূড়া কেটে প্রাকৃতিক অবয়ব পরিবর্তন করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা ও এনফোর্সমেন্ট মামলা করেও প্রতিষ্ঠানটিকে পাহাড় কাটাসহ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারেনি। এছাড়া, বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কেটে পরিবেশ নষ্ট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এ ঘটনায় নতুন করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই প্রতিবেদনে ভাষাগত শুদ্ধতা, তথ্যের সুনির্দিষ্ট উপস্থাপন এবং পরিবেশ সংরক্ষণ আইনের উল্লেখ যুক্ত করা হয়েছে, যা পাঠকদের আরও সুস্পষ্ট ধারণা দিতে সহায়ক হবে। আপনি চাইলে আরও কোনো সংশোধন বা তথ্য সংযোজন করতে পারেন।
What's Your Reaction?






