লামায় গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

লামা তথ্য অফিসের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বেলা ১১টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লামা প্রেস ক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিস বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মো. ইমতিয়াজ।
আলোচনায় অতিথিরা ২৫ মার্চের গণহত্যার ইতিহাস ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






