লামায় জাতীয়তাবাদী কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি'র সংবাদ সম্মেলন
'বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের বান্দরবান জেলা শাখার সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী (রিপন) ও সাধারণ সম্পদক মোঃ মনির হোসেন ভূঁইয়া'র বিরুদ্ধে লামা উপজেলা কৃষক দলের অকার্যকর আহব্বায়ক কমিটি কর্তৃক মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগের প্রতিবাদ' শিরো নামে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার ২৭ জানুয়ারি দুপুরে লামা প্রেসক্লাব হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা কৃষকদলের সিনিয়র নেতৃবৃন্দকে বহিরাগত বলে তাচ্ছিল্য করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাতামুহুরি কলেজের সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম এই সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, 'গত ২৫জানুয়ারি লামা উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ কমিটির বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। ওই সম্মেলনে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম কর্তৃক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বান্দরবান জেলা শাখা সভাপতি জনাব ইয়াছিনুল হক চৌধুরী (রিপন) বহিরাগত ও মোঃ মনির হোসেন ভূঁইয়াকে অনুপ্রবেশকারী বলে মিথ্যাচার করা হয়। জেলা কৃষকদলের এই সিনিয়র দুই নেতাই বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা ও দীর্ঘবছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। ইয়াছিনুল হক চৌধুরী (রিপন) ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, ১৯৯৫ থেকে ১৯৯৬সাল পর্যন্ত বান্দরবান পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বান্দরবান পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব, ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বান্দরবান জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক, ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বান্দরবান জেলা ছাত্রদলের সহ-সভাপতি(১)। ২৫ জুলাই ২০১৮ থেকে আজ অবধি বান্দরবান জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি (১) পদে দ্বায়িত্বরত আছেন। তিনি বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। অপরদিকে মনির হোসেন ভূঁইয়া বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক, জেলা যুব দলের সাবেক সভাপতি ও জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন'। সংবাদ সম্মলনে সাবেক ছাত্রদল নেতা ইব্রাহীম আরো বলেন, 'মূলত ২০২৩ সালের ১২ আগস্ট তিন মাসের জন্য লামা উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০২৪ সালের ১২ডিসেম্বর দলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক বান্দরবান জেলা কৃষক দলের পুরনো কমিটি বিলুপ্ত করে ইয়াছিনুল হক চৌধুরী (রিপন)কে সভাপতি ও মোঃ মনির হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৭ বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়। অনুমোদিত বান্দরবান জেলা কমিটি কৃষক দলের নেতৃবৃন্দ গত ১১ জানুয়ারী লামা উপজেলা আহ্বায়ক কমিটিকে সাংগঠনিক রিপোর্ট দেওয়ার জন্য নোটিশ করেন। কিন্তু লামা উপজেলার আহবায়ক কমিটি নেতৃবৃন্দ নির্ধারিত সময়ের রিপোর্ট উপস্থাপন করতে পারেনি। এতে বুঝা যায়, তারা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কোনো কমিটি করেন নাই, বা তাদের সাংগঠনিক তৎপরতা নেই। এই ব্যর্থতা ঢাকতে গত ২৫ জানুয়ারী জেলা কমিটির নেতৃবৃন্দের বিরূদ্ধে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করে অকার্যকর লামা উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটি। তাদের এই মিথ্যা সংবাদ সম্মেলনে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সকল নেতাকর্মী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বানের পাশাপাশি এ মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়।
What's Your Reaction?