লামায় তিন মামলায় ওয়ারেন্টের পলাতক  আসামী গ্রেফতার

লামা(বান্দরবান) প্রতিনিধি
Feb 25, 2025 - 19:05
 0  4
লামায় তিন মামলায় ওয়ারেন্টের পলাতক  আসামী গ্রেফতার

বান্লাদরবানের লামায় তিন মামলায় ওয়ারেন্টের আসামী রিংরং মুরুং, পিতা রুইপিয় মুরংকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আসামী বান্দরবান সদর উপজেলা টঙ্কাবতী পাতুইপাড়ার বাসিন্দা। সে বিগত ২০১৩ সাল থেকে লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর রাবার বাগানে জোরপূর্বক জায়গা দখল নিয়ে গড়ে উঠা  সরই ইউনিয়নস্থ মেরাইত্যা নয়াপাড়ায় বসবাস করছে। তার বিরুদ্ধে জায়গা দখল করে রাবার গাছ কর্তন, বাগানে অগ্নি সংযোগসহ তিনটি মামলায় চার্জশিটভুক্ত আসামী। একই মামলাগুলোতে তার সাথে অন্য

 তিনজন আসামী আদালতে হাজির হয়ে জামিন লাভ করেছে। কিন্তু রিংরং মুরুং তিনটি মামলার একটিতেও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করে। লামা থানার পুলিশ জানায়, রিংরং মুরুংয়ের নামে লামা  সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্টেট এর আদালতে সিআর মামলা ২৯২/২২, ৩১৩/২২ ও ১২৯/২৪ তিনটি মামলার ওয়ারেন্ট ভুক্ত  আসামী। সে দীর্ঘ দিন ধরে পালিয়ে থাকার পর পুলিশ অনেক খোঁজাখুজির পর ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় তাকে সরই ইউনিয়নের লম্বাখোলা কোয়ান্টাম ফাউন্ডেশনের এরিয়া থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে সে পুলিশের সাথে চরম বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে, এক পর্যায়ে তার জবরদোস্তিতে পুলিশ সদস্য আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাকে বান্দরবান জেল হাজতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে মামলার বাদী লামা রাবার ইন্ডাস্ট্রি'র ম্যানেজার আব্দুল মালেক জানান, কোয়ান্টাম ফাউন্ডেশনের লোকদের ইন্ধনে রিংরং মুরুং গং সরকারি লীজ গ্রহিতা লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর কাছ থেকে চাঁদা দাবি, না পেয়ে বাগানে অগ্নিসংযোগ, জায়গা দখল, প্রচুর রাবার গাছ কর্তন করেছে। এসব অপরাধে তাদের বিরুদ্ধে আদালতে তিনটি মামলা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow