লামায় তিনদিন পর মুক্তিপনে মুক্ত হলেন ২৫ শ্রমিক

লামা(বান্দরবান) প্রতিনিধি
Feb 19, 2025 - 02:39
 0  5
লামায় তিনদিন পর মুক্তিপনে মুক্ত হলেন ২৫ শ্রমিক

বান্দরবানের লামায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণের ৩দিন পর ২৫ জন রাবার শ্রমিককে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে  কক্সবাজারের ঈদগাও সীমানার জঙ্গলে অপহৃতদের ছেড়ে দেয়া হয় বলে জানাযায়।

মুক্তি পাওয়া শ্রমিকরা সবাই অসুস্থ হয়ে পড়েছেন। জানাযায়, সন্ত্রাসীরা অপহরণ করে তাদের উপর শারীরিক নির্যাতন চালায়।

‍মুক্তিপন পাওয়ার পর ছাড়া পাওয়া শ্রমিকদেরকে কক্সবাজারের ঈদগাঁহসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এ খবর পাওয়ার পরেই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে। সোমবার বিকালে জিয়াউর রহমান নামের একজন রাবার শ্রমিক অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসে।

সন্ত্রাসীরা বাকী ২৫ জনকে জিম্মি করে রাখে। আজ মঙ্গলবার সকালে সবাইকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে।

রাবার বাগানের মালিক মোঃ ফোরকান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কোন অগ্রগতি না দেখে তারা মুক্তিপণের বিনিময়ে শ্রমিককে ছাড়িয়ে আনেন। তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ টাকা দিতে হয়েছে।

অন্য ৫ বাগানের মালিকরাও একইভাবে মুক্তিপণ দিয়ে শ্রমিকদের ছাড়িয়ে আনেন।

লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন জানিয়েছেন, অপহৃত শ্রমিকদের ছেড়ে দেয়া হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow