লামায় দু’দিনে তিন ইটভাটা ও পাহাড় কাটার অপরাধে সাড়ে সাত লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটা পরিচালনার অভিযোগে তিনটি ইটভাটার মালিককে সাড়ে পাঁচ লাখ টাকা এবং পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
১৯ মার্চ দুপুরে লামা উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে উপজেলার ফাইতং এলাকায় UBM, SAB ও BBM নামে তিনটি ইটভাটার মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন, এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(খ) ধারায় UBM ব্রিক ফিল্ডের মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা, SAB ব্রিক ফিল্ডের মালিককে ২ লাখ টাকা এবং BBM ব্রিক ফিল্ডের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রশাসনের নির্দেশে ইটভাটাগুলোর চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে লামা বনবিভাগ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিস।
পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তারা।
এর আগে, ১৮ মার্চ ফাইতং ইউনিয়নের চিউনিপাড়া মেউন্দা মুসলিম পাড়ায় পাহাড় কাটার অভিযোগে রফিকুল ইসলাম (পিতা: জমির আলী) নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তিনি কলাগাছ থেকে সুতা তৈরির কারখানা স্থাপনের নামে পাহাড় কেটে সাবাড় করছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
What's Your Reaction?






