লামায় দেশীয় বন্দুকসহ একজন আটক

লামা(বান্দরবান) প্রতিনিধি
Jan 15, 2025 - 20:03
 0  5
লামায় দেশীয় বন্দুকসহ একজন আটক

বান্দরবানের লামা-আলীকদম চকোরিয়া সড়কের  ইয়াংছা চেকপোস্টে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে একনালা দেশীয় বন্দুকসহ  আটক হয়েছে এক উপজাতি যুবক। বুধবার ১৫ জানুয়ারি দুপুর দুপুর প্রায় ২টার দিকে সন্দেভাজন মাংলাও মারমা(২১) নামের এক উপজাতি যুবককে তল্লাশি করে তার হাতে থাকা বস্তা মুড়িয়ে রাখা গাদা বন্দুক উদ্ধার করেন পোস্টে কর্তব্যরত সেনা ও পুলিশ সদস্যরা। সূত্র জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ  বনপুর বাজার হতে ইয়াংছা চেকপোস্ট অতিক্রমকালে আটক হয়। আটককৃত যুবক ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাড়ার বাসিন্দা কেওযাই মারমার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তাকে তল্লাশি করে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জামিল হোসেন এই তল্লাশির নেতৃত্ব দেন। ধৃতকে লামা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদকালে জানায়, অজ্ঞাত আসামীরা পাঁচ হাজার টাকার চুক্তির বিনিময়ে এক নালা দেশীয় বন্দুকটি অজ্ঞাত কোনো এক স্থানে পৌঁছে দেওয়ার জন্য তাকে ভাড়া করেন। কারা ভাড়া করেছেন, সেটি জানার চেষ্টা করছেন পুলিশ। এ বিষয়ে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে লামা থানার পুলিশ জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow