লামায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে পুলিশের কৌশলী ভূমিকা
বান্দরবানের লামায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পরিকল্পিত ভাবে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বিগত জুলাই আগষ্ট বিপ্লবের পর ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কিছুদিন গা ঢাকা দিলেও বর্তমানে প্রকাশ্যে সক্রিয় হতে দেখা যাচ্ছে। অন্যদিকে নিষিদ্ধ সংগঠন ও কতিপয় আওয়ামী নেতাদের প্রতি লামা থানা অফিসার ইনচার্জসহ পুলিশের সহানুভূতিশীল মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির অভিযোগ, থানায় আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনের অপরাধীদের নামে সুনির্দিষ্ট এজাহার দায়ের করার পরেও পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে শিথিলতা দেখাচ্ছে। ২ ফেব্রয়ারি রোববার লামা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথক বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ এইসব অভিযোগ তুলে ধরেছেন। বিএনপি নেতারা বক্তব্যে বলেছেন লামা থানা পুলিশের নিষ্ক্রিয় ও কৌশলী ভূমিকায় আওয়ামী দোসরগণ একের পর এক অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
লামা উপজেলা, পৌর বিএনপি ও অংগ সংগঠনের একাংশের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপির সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম জানান, রূপসী পাড়ায় নিষিদ্ধ সংগঠনের কর্মসূচী পালনের পর পুলিশ কর্মসূচীর নির্দেশ দাতাদের গ্রেফতার করে নাই। বরং আওয়ামী দোসরদের রক্ষায় পুলিশ কৌশলী হন। সু-নির্দিষ্ট এজাহার দেওয়ার পরেও পুলিশ সম্পূর্ণ নিরব অবস্থানে রয়েছে। প্রশাসন ও থানার প্রতিটি স্তরে আওয়ামী দোসরগণ বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী দোসরদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এজাহার দেওয়ার পরেও লামা থানা অফিসার ইনচার্জ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় বিএনপি নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।
একই দিন বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের অপর অংশের সভাপতি ও সাবেক মেয়র মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভাবেশ শেষে বিএনপির সভাপতি আমির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, লামা থানা এখনও আওয়ামীলীগ এর নিয়ন্ত্রনে পরিচালিত হচ্ছে। এজাহার দেওয়ার পরেও মামলা রেকর্ড করা হচ্ছে না। অফিসার ইনচার্জসহ পুলিশ প্রকাশ্যে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। ফাঁসিয়াখালীতে রাতের আঁধারে মশাল মিছিল করার পরেও পুলিশ কাউকে গ্রেফতার করে নাই। পতিত আওয়ামীলীগের নেতৃবৃন্দের পরিকল্পনায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এখনো চলছে। আওয়ামীলীগ নেতারা লামায় প্রকাশ্যে অবস্থান করে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচী প্রনয়ন ও বাস্তবায়ন করার পরেও পুলিশ তাদের খুজে পাচ্ছে না বলে তিনি জানিয়েছেন। সম্প্রতি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভায় জামায়াতের উপজেলা আমির কাজী মোঃ ইব্রাহিম ক্ষোভ প্রকাশ করে বলেছেন সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠনের কর্মসূচী পালন করার পরেও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন জানিয়েছেন, আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
What's Your Reaction?