লামায় পৃথক সংঘর্ষে ১৫ জন আহত, লুটপাটের অভিযোগ

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
Mar 17, 2025 - 22:12
 0  2
লামায় পৃথক সংঘর্ষে ১৫ জন আহত, লুটপাটের অভিযোগ

বান্দরবানের লামায় পৃথক দু'টি সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

প্রথম ঘটনা ঘটে ১৫ মার্চ রাত সাড়ে আটটায়, যখন ইয়াংছা বধুঝিরি এলাকায় শহিদের দোকানের সামনে একটি তরমুজের খোসা ছোড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করলেও, পরদিন ১৬ মার্চ সন্ধ্যায় আয়েশা বেগমের বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, চিহ্নিত ৬ জনসহ অজ্ঞাত ৪-৫ জন লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আয়েশা বেগমের বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা, চার আনা ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় আয়েশা বেগম গুরুতর আহত হন, তার বাম হাতের হাড় ভেঙে যায়। তাকে বাঁচাতে গেলে ছেলে জয়নাল আবেদীন (৩৪) ও মো. সাইমুন ইসলাম (১৮) মারাত্মকভাবে আহত হন।

হামলাকারীদের মধ্যে রয়েছে মো. এনাম (২২), আব্দুর রহিম (২৭), মো. তারেক (১৯), মো. জমির (১৯), মো. কায়সার (৩৫) ও নিশান (২০)। আয়েশা বেগম হামলার ঘটনায় আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, একই দিনে কাঁঠালছড়া রোডে পিকআপ চালক ও মোটরসাইকেল চালকের মধ্যে বাকবিতণ্ডার জেরে দু’দফা সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন, যার মধ্যে দুইজন নারীও রয়েছেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে স্থানীয়ভাবে উভয় ঘটনার মীমাংসার চেষ্টা চলছে। তবে আক্রান্ত পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow