লামায় বন্য হাতি মারার দায়ে ৪ জনের নামে গ্রেফতারী পরোয়ানা

কামরুজ্জামান,লামা, (বান্দরবান)প্রতিনিধি:
Feb 6, 2025 - 21:41
 0  12
লামায় বন্য হাতি মারার দায়ে ৪ জনের নামে গ্রেফতারী পরোয়ানা

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা গ্রামে বৈদ্যুতিক ফাঁদে  হাতি হত্যার ঘটনায় ৪ জনের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। লামা চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ এই গ্রেফতারী পরোয়ানা জারি করেন। লামা বন বিভাগের পক্ষ থেকে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তপসিল ০১ এর বিধি লংঘন করায় একই আইনের ৩৬ ধারায় এর আগে এই ৪ জনের নামে মামলা করা হয়।

গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা হলো, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ ঘুইন্যা গ্রামের বাসিন্দা মৃত রশীদ আহমদের ছেলে সামণ্ডল আলম (৪৫), লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়া পাড়া গ্রামের বাসিন্দা মৃত কবির আহমদের ছেলে ফরিদ (৩০), লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুমারী চাককাটা গ্রামের বাসিন্দা মোস্তাক আহমদের ছেলে আবুল হোসাইন (৬২) ও একই এলাকার খুরশিদা বেগম (৪২)।

উল্লেখ্য, গত জানুয়ারী/২৫ এর প্রথম সপ্তাহে দিবাগত গভীর রাতে বাগান রক্ষায় কৃষকের পাতানো বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে একটি বন্য হাতি মারা যায়। পরবর্তীতে ময়না তদন্তে হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করার বিষয়টি প্রমাণিত হয়। লামা বনবিভাগ অনুসন্ধান শেষে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে হাতি হত্যা করার অপরাধে এই ৪ জনের নামে মামলা দেয় আদালতে। এর আগেও  একই এলাকায় বৈদ্যুতিক ফাঁদ বসিয়ে আরেকটি হাতি হত্যা করা হয়েছিল। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি লামা বন বিভাগের বন মামলা পরিচালক এই গ্রেফতারী পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow