লামায় বিএনপি'র জনসচেতনতামূলক সমাবেশ

লামা(বান্দরবান) প্রতিনিধি
Feb 1, 2025 - 19:30
 0  2
লামায় বিএনপি'র জনসচেতনতামূলক সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে  জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার বিকালে ফাইতং ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফাইতং জুনিয়র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বান্দরবান ৩০০নং আসনের সাবেক এমপি ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরী প্রধান অতিথি ছিলেন। মোঃ লিটনের সঞ্চালনায় ইমান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, নাজেমুল ইসলাম চৌধুরী ও মজিবুর রহমান, উপজেলা বিএনপি'র সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা মহিলা দলের সভানেত্রী কাজি নিরুতাজ বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান চৌধুরী মেহেদী, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম রিয়াদ ও লামা উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম বিশেষ অতিথি ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন, ফাইতং ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আলী হায়দার মানিক। সমাবেশে প্রধান অতিথি সাচিংপ্রু জেরী বলেন, নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি না করে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে এক সাথে কাজ করতে হবে। দলীয় ঐক্য ঠিক রেখে স্বৈরাচার আওয়ামী অপশক্তিকে প্রতিহত করে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভেদ ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের ডাকে সাড়া দিতে হবে সকল নেতা কর্মীদেরকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow