লামায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বান্দরবানের লামায় বিভিন্ন ইউনিয়নে বালু উত্তোলন পাহাড় কাটাসহ পরিবেশ বিদ্ধেষী ও সন্ত্রাস চাঁদাবাজির বিষয়ে মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে আলোচনার ঝড়। সোমবার ২৪ ফেব্রুয়ারি লামা মাসিক আইন শৃঙ্খলা সভায় উপজেলার দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনী অবস্থান জোরদারের দাবি জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় সাংবাদিক, জনপ্রতিনিধারা বলেন, গত দুই মাসে সরই, ফাঁসিয়াখালী ও গজালিয়া ইউনিয়ন এলাকায় পরপর কয়েকটি অপহরণ চাঁদাবজির ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক দেখা দেয়। একই সাথে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারি পেতাইন্যাছড়া, বগাইছড়িসহ সরই ইউনিয়নে প্রতিযোগিতা দিয়ে চলছে বালু উত্তোলন। এর ফলে পাহাড় ধ্বস, ফসলি জমি বিনষ্ট ও সরকারি রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট ভেঙে যাচ্ছে। সভায় বিএনপি নেতা আমির হোসেন বলেন,
সরইতে কতিপয় বিএনপি ও আওয়ামী লীগ এক হয়ে চাঁদাবাজিসহ সেখানে ব্যাক্তি মালিকানায় সৃজিত গাছ বাগান লুট করে নিচ্ছে। বিএনপি পরিচয়ে কতিপয় ব্যাক্তি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়ে জনসেবা ব্যহত করছে। বিপ্লব পরবর্তী সময়ে ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দলীয়ভাবে ৩২ জন করে কমিটি করে দিয়েছেন বলে জানান বিএনপি'র এই নেতা। লামা ফায়ার সার্ভিস ইনচার্জ বলেন, তামাক চাষিরা বসত ঘর ঘেঁষে তামাক চুল্লি স্থাপন করেছেন। ফলে অগ্নি দুর্ঘটনা বেশি ঘটছে।
তিনি আরো বলেন, লামায় পর্যটন রিসোর্টগুলোতে অগ্নি নির্বাপনি ব্যাবস্থা নেই; একইভাবে পানি সংকট রয়েছে। তাছাড়া এলাকায় পানির উৎস ভান্ডার সংকট। প্রেসক্লাব সেক্রেটারী বলেন, খোলা বাজারে ৩০ টাকা মুল্যে (ওএমএস) চাল তিন কেজি থেকে পরিবার প্রতি ৫ কেজি করে দেয়া দরকার। সন্ত্রাস চাঁদাবাজি রোধে বিভিন্ন এলাকায় পুরাতন পুলিশ ক্যাম্প (চিউনিপাড়া) চালু করা, সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পগুলোকে স্থায়ী করনসহ, প্রান্তিক মানুষের জীবিকা নির্বাহের প্রাকৃতিক উৎসগুলো সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশের যানবাহন সংকট রয়েছে। এরপরও যথা সময়ে সঠিক তথ্য দিলে, আইন শৃঙ্খলা রক্ষা টিম সন্ত্রাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। তিনি বলেন, লামার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব ধরনের অপরাধ রোধসহ মাদক মুক্ত করতে পুলিশ সচেষ্ট আছে। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইতোমধ্যে পরিবেশ রক্ষায় বেশ কয়েকটি সফল অভিযানের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, রাতারাতি পরিস্থিতি ঠিক করা যাবে না, তবে ক্রমান্বয়ে সব কিছু নিয়ন্ত্রণে আসবে; সে লক্ষে সংশ্লিষ্ট সকলকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে।
What's Your Reaction?






