লামায় মাসিক আইন শৃঙ্খলা সভায় পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধের দাবি

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
Mar 18, 2025 - 21:32
 0  3
লামায় মাসিক আইন শৃঙ্খলা সভায় পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধের দাবি

লামায় মাসিক আইন শৃঙ্খলা সভায় পাহাড় কর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, এবং লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া।

উপজেলায় পাহাড় কর্তনের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, "সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা সম্ভব, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকা অসম্ভব।" বিশেষ করে বেসরকারি সংস্থা ও খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে যত্রতত্র পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠে আসে।

উপজেলা বিএনপি সভাপতি আঃ রব উপজেলার সব ইটভাটা সম্পূর্ণ বন্ধের দাবি জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসনকে কঠোর হতে হবে এবং গাছ পাচার বন্ধ করতে বন বিভাগকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

জামায়াত সভাপতি কাজী ইব্রাহীম প্রস্তাব করেন, মাসিক সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পরবর্তী সভায় উপস্থাপন করা হোক।

লামা থেকে চট্টগ্রাম সরাসরি বাস সার্ভিস বন্ধ করে দেওয়ায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে উল্লেখ করেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন। তিনি বলেন, "শ্যামলী পরিবহন বন্ধের ষড়যন্ত্র চলছে, এই অবস্থায় সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিকে এগিয়ে আসতে হবে।"

সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দূর্গম এলাকায় চাঁদার টাকায় সন্ত্রাসীরা অস্ত্র সংগ্রহ করছে, যা প্রশাসন কঠোর নজরদারিতে রেখেছে। সভার সভাপতি বলেন, "সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ কাজের তথ্য গুরুত্বসহকারে যাচাই করা হবে। প্রশাসন সব সময় নাগরিকদের ফোন রিসিভ করে এবং যথাযথ ব্যবস্থা নেয়।"

সভায় আরও বলা হয়, পর্যটন রিসোর্টগুলোতে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। বনজ বৃক্ষের পাশাপাশি ফলদ বৃক্ষ রোপণের ওপরও গুরুত্বারোপ করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ, বিশেষ করে হাতিদের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের স্বার্থরক্ষায় প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সভায় আশ্বস্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow