লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইয়ের মৃত্যু

লামা(বান্দরবান) প্রতিনিধি
Jan 16, 2025 - 22:30
 0  8
লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইয়ের মৃত্যু

বান্দরবানের লামায় শ্যালকের পিটুনিতে দুলা ভাইয়ের মুত্যু হয়েছে। উপজেলা রুপসিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উহ্লামংপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, শশুর বাড়িতে বসবাস করতো ধংচিংমং মারমা। গত ১১ জানুয়ারি (শনিবার) মদ্যপান করে ধুংচিং মং মারমা (৪০)। মদ্যপায়ি অবস্থায় অতিরিক্ত মাতলামোতে অসহ্য শ্যালক মংচুইসা মারমা (৩১) দুলা ভাইকে মারধর করে। এতে ধুংচিংমং মারমা গুরুতর আহত হয়। ওইদিন পরিবারের লোকজন আহতকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা সংকটাপন্ন হেতু ডাক্তার তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। ৫ দিন চিকিৎসা দেয়ার পর অবস্থার আরো অবনতি হলে, ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) আহতকে চমেক রেফার করেন ডাক্তাররা। জানাযায়, স্বজনরা মুমূর্ষুকে চমেক না নিয়ে লামায় নিয়ে আসার পথে, ইয়াংছা নামক স্থানে মৃত্যুর কোলে ঢলে পড়েন ধংচিংমং মারমা। সে লামা উপজেলা লামা সদর ইউনিয়ন পরিষদ মেরাখোলার বাসিন্দা মৃত অংথোয়াই অং মার্মার ছেলে। শ্যালক

মংচুইসা মার্মা (৩১) রুপসিপাড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বামং মার্মার ছেলে। বৃহস্পতিবার রাত ৮টায় ৪নং ওয়ার্ড মেম্বার তার মুঠোফোনে জানায়, 'এ ব্যাপারে লামা থানাকে অবহিত করা হয়েছে, সেখানে ফোর্স নিয়ে ওসি পৌঁছেছেন'। লামা থানার ওসি মোঃ শাহদাত হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি লাশের কাছে আছেন। এখন পর্যন্ত অভিযোগ হয় নাই, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow