লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাটের কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন। জেলা পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম, এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের দুলালী মৌজায় আলাউদ্দিন (৫০), এর ধান ক্ষেতের দক্ষিণ পাশে থাকা কমলারটারী মন্দির হইতে রাজমাল্লী গামী কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে একটি রেজিস্ট্রেশন বিহীন নীল রঙের HONDA LIVO 110 CC মোটরসাইকেল ও ৩৫বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ এক জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি হলে জামিনী কান্ত রায় (৪৮), লালমনিরহাটের, আদিতমারী উপজেলার ০৪ নং ওয়ার্ড, চন্দ্ন পাট ( ব্রাহ্মণের বাসা), গ্রামের-মৃত সুরেশ চন্দ্র, ছেলে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।
What's Your Reaction?