লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া দুই রাতের কালবৈশাখী ঝড়ে জেলার পাঁচ উপজেলায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ও রবিবার (২৭ এপ্রিল) রাতে প্রবল ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় ব্যাপক তাণ্ডব চলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে ধান, ভুট্টা, আম, লিচুসহ নানা ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কারণে কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।
সদর উপজেলার হারাটী এলাকার বাসিন্দা সেলিম বলেন, “ঝড়ের তীব্রতায় আমার দুটি ঘরের টিনের চাল উড়ে গেছে। আশপাশের অনেক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় গ্রামের কানাই লাল জানান, “বাড়ির পাশে গাছ পড়ে একটি টিনের ঘর ভেঙে গেছে। এছাড়া ভুট্টাসহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে।”
দলগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রিপন চন্দ্র রায় বলেন, “কালবৈশাখী ঝড়ে উত্তর দলাগ্রাম এলাকায় ঘরবাড়ি ভাঙার পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে অনেক স্থানে সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা গাছ সরিয়ে যান চলাচল সচল করেন।”
কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হবে।”
What's Your Reaction?






