লালমনিরহাটে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেন্সিডিলসহ ১জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপারের দিক নির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, নেতৃত্বে এসআই নিজাম উদ দৌলা ও সঙ্গীয় ফোর্স সহ সদর থানাধীন গোকুন্ডা ইউপিস্থ তিস্তা বাজারের সন্নিকটে লালমনিরহাট-রংপুর গামী মহাসড়কের ঢাকাগামী যাত্রীবাহী আহসান এন্টারপ্রাইজ নামক বাস হইতে একটি চালের বস্তার ভিতর ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ একজন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন আব্দুল মজিদ মিয়া (২৪), পিতা-আবু বক্কর ছিদ্দিক, সাং-ছোটকমলাবাড়ী , থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা বাজার হইতে ৫০০মিটার উত্তর দিকে লালমনিরহাট – রংপুর গামী মহাসড়কের রেলক্রসিং হইতে ফেন্সিডিলসহ ১জন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।
What's Your Reaction?