লালমনিরহাটে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাঁদা ফুলের

লালমনিরহাট জেলা প্রতিনিধি
Jan 9, 2025 - 21:25
 0  3
লালমনিরহাটে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাঁদা ফুলের

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ফুল অন্যতম সম্ভাবনাময় একটি ফসল,বিধায় বানিজ্যিকভাবে চাষ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

বর্তমানে দেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন প্রকার ফুলের চাষ হচ্ছে।  যেমন গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস ইত্যাদি আরও অনেক অনেক। বাণিজ্যিক ভিত্তিতে চাষ করে প্রচুর সফলতা অর্জন করেছে বিভিন্ন এলাকার এ ফুল চাষিরা।

দেশে এক সময় ফুলের উৎপাদন ছিল বাড়ির উঠোন কিংবা ছাদের কোণায় টবের মধ্যে সীমাদ্ধ। কিন্তু বর্তমানে সৌখিন উৎপাদকের গন্ডী পেরিয়ে ফুলের ব্যাপক চাষাবাদ হচ্ছে। তাই যে কেউ-ই নিজেকে একজন আদর্শ ফুল চাষি হিসেবে গড়ে তুলে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বর্তমানে ঋতু ভিত্তিক তিন জাতের গাঁদা ফুলের চাষ করা হয়। এগুলো হলো গরম, বর্ষা এবং শীত এই তিন জাতের। ফুলের চাষ এবং অন্যান্য ফসলের সঙ্গে তুলনা করলে দেখা যায় ফুল চাষই অধিক লাভজনক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow