লালমনিরহাটে ১০০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক
লালমনিরহাট জেলার গোয়েন্দা শাখা বিশেষ অভিযানে চালিয়ে ১০০বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি পাওয়ারটিলার ডালা সংযুক্ত সহ ০১জন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।
জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এস আই নিজাম উদ দৌলা, ও সঙ্গীয় ফোর্স সহ জেলার আদিতমারী থানাধীন কমলাবাড়ী উনিয়নের কদমতলা বাজার হইতে ৩০০গজ পৃর্বে দুড়াকুটি টু শিয়াল খাওয়া গামী পাকা রাস্তার উপর একটি পাওয়ারটিলারের ডালার স্টিলের পাতের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১০০বোতল ফেনসিডিল উদ্ধার করেন ও পাওয়ারটিলার সহ মিজানুর রহমান (১৭ বছর ০৪ মাস), নামের এক জনকে গ্রেফতার করেন। এ বিষয়ে আদিতমারী থানায় একটি মামলা রুজু হয়।
লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার আদিতমারী থানাধীন কমলাবাড়ী উনিয়নের কদমতলা বাজার পৃর্বে দুড়াকুটি টু শিয়াল খাওয়া গামী পাকা রাস্তায় বিশেষ অভিযান চালিয়ে ১০০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি পাওয়ারটিলার সহ এক জনকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার পুলিশ।
What's Your Reaction?