লালমনিরহাটে ২ কেজি গাঁজা ও মটরসাইকেল সহ গ্রেফতার-২

Jan 27, 2024 - 18:49
 0  19
লালমনিরহাটে ২ কেজি গাঁজা ও মটরসাইকেল সহ গ্রেফতার-২

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ  অভিযান চালিয়ে ২কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ২ জন কে গ্রেফতার করেছে।  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলামের নেতৃত্বে এসআই নিজাম উদ দৌলা, এএসআই আব্দুল বারী, রাশেদ মিয়া ও রবিউল ইসলাম বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানাধীন কুলাঘাট্ ইউপিস্থ খাটামারী গ্রামে মামা-ভাগিনা বাজারের সন্নিকটে ভালোবাসা ব্রিজ এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে সোবাহান আলী (৪০),পিতা-তোফাজ্জল হোসেন, সাং-হলদিবাড়ী,২ নং ওয়ার্ড, ইউপি-বালাপাড়া, থানা-কাউনিয়া, জেলা-রংপুর ও মাসুদ রানা (১৯), পিতা-আব্দুর রশিদ ওরফে আজিজার রহমান, সাং-শিমুলতলী, পৌর ০৭ নং ওয়ার্ড, থানা-রিরামপুর, জেলা-দিনাজপুর দ্বয়কে একটি RTR apache মোটরসাইকেলে ২কেজি  মাদকদ্রব্য গাঁজা বহন করার সময় গ্রেফতার করেন ডিবি পুলিশ।

এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। ডিবি অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম জানান, সদর থানাধীন কুলাঘাট্ ইউপিস্থ খাটামারী গ্রামে মামা-ভাগিনা বাজার হইতে ২কেজি মাদকদ্রব্য গাঁজা, একটি  মোটরসাইকেলসহ ০২ জন কে গ্রেফতার করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow