লালমনিরহাটে ২কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার
লালমনিরহাট জেলার সদর থানাধীন কুলাঘাট ইউনিয়নে গোয়েন্দা শাখার বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ফিরোজ হোসেন, পিপিএম এর নেতৃত্ব বিশেষ অভিযানে জেলার সদর থানাধীন কুলাঘাট ইউপির কুলাঘাট মৌজার চরকুলাঘাট আল-মদিনা জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে লালমনিরহাট টু ফুলবাড়ী গামী পাঁকা রাস্তার উপর থেকে ২কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ ১জন আসামী গ্রেফতার করেন। এ বিষয়ে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন আঃমালেক(৪৫),লালমনিরহাট জেলা ও থানার মহেন্দ্রনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুড়িরদিঘী কলোনী গ্রামের মৃতঃ মজিবর রহমান,ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ফিরোজ হোসেন, পিপিএম জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন কুলাঘাট ইউপির কুলাঘাট মৌজার চরকুলাঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন গোয়েন্দা শাখার পুলিশ।
What's Your Reaction?